ঢাকা, বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ফারুক মৃত্যুতে শোকসভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী ওমর ফারুক সুমনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করেছে কাতার প্রবাসী রাউজান উপজেলার নোয়াপাড়াবাসী।

রাজধানী দোহার আলফারদান ফরসুন রেস্তোরাঁয়, কাতার বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনের সভাপতিত্বে ও কাতার যুবলীগের সাধারণ সম্পাদনা মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা অংশগ্রহণ করেন কাতার আল নুর ইসলামী কালচার সেন্টার এর পরিচালক মাওলানা ইউসুফ নুর, কাতার চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদনা মোস্তফা কামাল ,কবি মফিজুর রহমান, ফজল কাদের চৌধুরীর, ইসমাঈল মনসুর, মোহাম্মদ হাসেমসহ আরও অনেকে।

এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ২০ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় মারা যান চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ার জামাল উদ্দিনের ছেলে ওমর ফারুক সুমন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি