ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কাতারের ওপর চাপ প্রয়োগ করছে মধ্যপ্রাচ্যের ৭টি দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ১১ জুন ২০১৭ | আপডেট: ১৫:৪০, ১১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

কাতারের ওপর একের পর এক চাপ প্রয়োগ করে যাচ্ছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৭টি দেশ।
টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে কাতারবিরোধী প্রচারণা। কাতারের জাতীয় মানবাধিকার কমিটি বলছে, এরইমধ্যে উপসাগরীয় দেশগুলোর ৭শ’র বেশি মানুষ বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরআগে, শুক্রবার সন্ত্রাসবাদের সঙ্গে সংযোগ থাকার অভিযোগে কাতারের ১২ সংস্থা ও ৫৯ নাগরিককে কালো তালিকাভুক্ত করে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এদিকে, সংকট সমাধানে মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। এছাড়া, খাবার সরবরাহে ইরানের পর এবার কাতারের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে তুরস্ক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি