কানাডার সার্ধশত প্রজাতন্ত্র দিবস পালন
প্রকাশিত : ১৭:৪২, ২ জুলাই ২০১৭ | আপডেট: ২০:০৪, ২ জুলাই ২০১৭

নানা আয়োজনে উদযাপিত হচ্ছে কানাডার সার্ধশত প্রজাতন্ত্র দিবস।
এ’ উপলক্ষে আনন্দে মেতেছে কানাডার দশটি প্রদেশ এবং তিনটি টেরিটোরিসহ পুরো দেশ। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বাণীতে দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে যোগ দিতে কানাডা পৌঁছেছেন প্রিন্স অব ওয়েলস চার্লস। ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে কানাডাবাসীর জন্য শুভেচ্ছা বার্তা নিয়ে গেছেন তিনি। প্রথা অনুযায়ি এই রাষ্ট্রের প্রধান হচ্ছেন- ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। দেশব্যাপী অনুষ্ঠানের কারণে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উৎসবে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশীরাও। মন্ট্রিয়লে কানাডা প্রবাসী বাংলাদেশী সংগঠন `কানাডা-বাংলাদেশ সলিডারিটি`র উদ্যোগে কানাডাডে প্যারেডে অংশ নেন তারা।
আরও পড়ুন