কানাডায় উৎসবে উঠে গেল গাড়ি, অনেক হতাহতের শঙ্কা
প্রকাশিত : ১৫:২১, ২৭ এপ্রিল ২০২৫

কানাডার ভ্যাঙ্কুভারে লাপু লাপু ফিলিপিনো উৎসবে জনতার ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় সময় শনিবার রাতে আটটার দিকে ভ্যাঙ্কুভারে ফিলিপিনো উৎসবে অংশ নেওয়া জনসমাগমে একটি এসইউভি গাড়ি ঢুকে পড়ে। এতে একাধিক ব্যক্তি নিহত ও অনেকে আহত হয়েছে জানিয়েছে দেশটির পুলিশ।
ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, গাড়িচালককে আটক করা হয়েছে। হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে দেশটির প্রধানমন্ত্রী কার্নি বলেন, "ভ্যাঙ্কুভারের লাপু লাপু ফেস্টিভ্যালে ঘটে যাওয়া ঘটনায় আমি গভীরভাবে শোকাহত”।
ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এ ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, তিনি এই ঘটনায় হতবাক ও মর্মাহত। তিনি এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, রাস্তায় আহত ও অচেতন মানুষ পড়ে আছে এবং উদ্ধারকর্মী ও সাধারণ মানুষ দ্রুত সাহায্য করার চেষ্টা করছেন।
লাপু লাপু উৎসব ফিলিপাইনের অন্যতম বড় উৎসবগুলোর একটি। এই উৎসব ঐতিহাসিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে।
এএইচ
আরও পড়ুন