ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কাপাসিয়ায় নৌকা ডুবে নারী শ্রমিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ১৭ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকায় শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত সেলিনা আক্তার (২৭) শ্রীপুরের ভিটিপাড়া এলাকার মো. গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে রাতেই উদ্ধারকাজ শুরু করে গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। সোমবার সকালে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, রোববার রাতে শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকার শীতলক্ষ্যা নদীর ঘাট থেকে ২০-২৫ জন পোশাক শ্রমিককে নিয়ে একটি ট্রলার কাপাসিয়ার সিংহশ্রী বাজার খেয়াঘাটে যাচ্ছিল। পথে বালুবাহী একটি নৌকার সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়। এ সময় অনেক যাত্রী সাঁতরে তীরে উঠে আসলেও সেলিনা আক্তার নিখোঁজ হন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি