ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

কামাল লোহানীর স্মরণে সিরাজগঞ্জে নাগরিক শোকসভা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৪, ২৭ জুন ২০২০ | আপডেট: ২২:৩৫, ২৭ জুন ২০২০

বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর স্মরণে তাঁর জন্মস্থান সিরাজগঞ্জে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখা শনিবার বাদ আসর শহীদ এম মনসুর আলী মিলনায়তনে এই নাগরিক শোকসভার আয়োজন করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক হেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল ইসলাম,মুক্তিযোদ্ধা বিমল কুমার,শফিকুল ইসলাম,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্য মমিন বাবু,সম্মিলিত সাংস্কৃতিকজোট সিরাজগঞ্জের সাবেক সভাপতি আসাদ উদ্দিন পবলু,সাংস্কৃতিককর্মী নব কুমারসহ জেলার সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিরা বক্তব্য রাখেন।

এ সময় দীর্ঘদিনের সহযোদ্ধার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে জেলার সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে যুক্ত এসব ব্যক্তিরা বলেন,তিনি সবার মাথার ওপর ছায়ার মতো ছিলেন। হঠাৎ করে তাঁর চলে যাওয়া মেনে নেওয়ার মতো নয়। হঠাৎ বৈশ্বিক মহামারি তাঁর প্রাণ কেড়ে নেবে, এমনটি আমরা ভাবতে পারছি না। এটি আসলে আমাদের জন্য চরম বেদনার।
কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি