ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

কার উপর এত রাগ মিমির!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

টালিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী। সব সময়ই তিনি সোশ্যাল মিডিয়ায় সরব। মাঝে মাঝেই নিজের আপডেট দেন তিনি। এবার ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিলেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। তবে ভক্তদের প্রশ্ন কার উপর তার এই রাগ?

বুধবার বিকেলে ইনস্টাগ্রামে মিমি দুটি ছবি পোস্ট করেছেন। পোস্টে তিনি লেখেন, ‘আমার জীবন। আমার পছন্দ। আমার ভুল। আমার শিক্ষা। এটা তোমার মাথা ঘামানোর বিষয় নয়।’

পূজার সময়ে মিমি নানা ধরণের ছবি পোস্ট করেছিলেন। যা দেখে সবাই মনে করেছিল খোশ মেজাজেই আছেন তিনি। কিন্তু হঠাৎ কেন এই ধরনের পোস্ট করলেন মিমি।

প্রসঙ্গত, সম্প্রতি মিমি আরও একটি ছবি পোস্ট করেন। ছবিতে মিমি মুখ ঢেকে রয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কারণ আমি আমার এই লুক প্রকাশ করতে পারব না।’

বোঝাই যাচ্ছে, এই নতুন লুক কোনও আসন্ন সিনেমার জন্য। কিন্তু এতেও রহস্য রেখে দিয়েছেন অভিনেত্রী।

সূত্র : এবেলা

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি