ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

কার সাথে চুমুতে আপত্তি নেই তামান্না ভাটিয়ার?

প্রকাশিত : ১৪:৫০, ২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আপনি যদি সিনেপ্রমী হয়ে থাকেন, তা হলে নিশ্চয়ই ‘বাহুবলী’ দেখেছেন? নায়িকা তামান্না ভাটিয়াকে মনে আছে নিশ্চয়ই? দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই তারকা যে কোনও ছবিতে সই করার আগে অদ্ভুত এক শর্ত দেন। কী সেই শর্ত?

অনস্ক্রিন কোনও চুমুর দৃশ্য থাকলে তাতে আপত্তি রয়েছে তামান্নার। কিন্তু একজন বলি হিরোর জন্য এই নিয়মের ব্যতিক্রম ঘটাতে রাজি তামান্না। কে তিনি?

সদ্য এক সাক্ষাত্কারে তামান্না বলেন, “সাধারণত অনস্ক্রিনে চুমুতে আমার আপত্তি থাকে। এটা আমার চুক্তির অংশ। কিন্তু হৃতিক রোশন হলে ব্যাপারটা আলাদা। আমি রাজি…।’’

তামান্না শেয়ার করেছেন, কিছুদিন আগে হৃতিকের সঙ্গে তার দেখা হয়েছিল। একেবারেই ফ্যান গার্ল মোমেন্ট ছিল তার জন্য। প্রিয় নায়কের সঙ্গে ছবিও তোলেন তিনি। কেরিয়ারের শুরু থেকেই হৃতিককে অনুসরণ করছেন তামান্না।

হৃতিক তার কাছে অনুপ্রেরণা। ফলে হৃতিকের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেলে কনট্র্যাক্টে কোনও রকম শর্ত রাখতে রাজি নন তামান্না।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি