ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কারাবন্দিদের ঈদের খাবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ১ আগস্ট ২০২০ | আপডেট: ১২:৩৬, ১ আগস্ট ২০২০

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)- সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)- সংগৃহীত

Ekushey Television Ltd.

করোনা মহামারীর কারণে এবারের ঈদ ভিন্নভাবে উদযাপিত হলেও আয়োজনের যেন কোন কমতি নেই। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল আজহায় দেশের কারাগারগুলোতেও বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও কারাবন্দিদের জন্য নানা আয়োজন করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার।

করোনার কারণে নিজ নিজ ওয়ার্ডে ঈদের নামাজের জামাতে আদায় করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের বন্দিরা। নামাজ শেষে ঈদ উপলক্ষে বন্দীদের নাস্তা পায়েস ও মুড়ি দেয়া হয়েছে। 

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) জেলার মহাবুবুল ইসলাম জানান, বন্দিদেরকে সকালে পায়েস ও মুড়ি দেয়া হয়েছে। দুপুরবেলায় তাদের জন্য থাকবে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ। রাতে থাকবে পোলাও, মুরগী, গরুর মাংস, মিষ্টি ও সর্বশেষ পান সুপারি। কোরবানি ঈদ উপলক্ষে প্রত্যেক বন্দির জন্য ৩০০ গ্রাম করে মাংস বরাদ্দ রাখা হয়েছে। প্রতি সপ্তাহে বন্দিদের যে মাংস দেয়া হয় ঈদ উপলক্ষে তার দ্বিগুণ পরিমান মাংস দেওয়া হচ্ছে। তবে ঈদুল ফিতরের মতো এবারও স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ আছে। আগের নিয়মেই বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে মোবাইলে কথা বলতে পারবেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় কারাগারে প্রায় ১০ হাজারের মতো বন্দি আছেন।


এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি