ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

কারিনার পোশাকের দাম কত জানেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ৩১ আগস্ট ২০১৯ | আপডেট: ২২:২৪, ৩১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

বলিউড সুন্দরী কারিনা কাপুর খান। জি- টিভির নাচ নিয়ে রিয়েলিটি শো 'ডান্স ইন্ডিয়া ডান্স'- এর অন্যতম বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি। এবারই প্রথম ছোট পর্দার কোনো রিয়েলিটি শো'র সঙ্গে যুক্ত হলেন তিনি। এবার এই সুন্দরী তার ব্যবহৃত পোশাকের দাম নিয়ে আলোচনার তুঙ্গে তিনি।

সম্প্রতি, জায়েদ জারমানোসের পোশাক পরে রিয়েলিটি শোয়ে হাজির হয়েই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন তার ভক্তরা। নীল,সবুজ রঙের পোশাকে কারিনা এদিন ডান্স ইন্ডিয়া ডান্সের মঞ্চে হাজির হোন। কারিনার ওই নীল,সবুজ পোশাকের দাম পরেছে এক লাখ ৬৫ হাজার ২৩৮ রুপি! দাম শুনে অবাক হলেও এটাই সত্যি।

কারিনা কাপুরকে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে ও ইরফান খানের সঙ্গে দেখা যাবে ‘আংরেজি মিডিয়াম’ছবিতে। অন্যদিকে, অক্ষয় কুমার, কিয়ারা আদভানি ও দিলজিৎ দোসাঞ্জের সঙ্গেও তাকে দেখা যাবে‘গুড নিউজ’ছবিতে। (সূত্র:জিনিউজ)
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি