ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ২৪ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ফাঁসির দণ্ড পাওয়া এক আসামির মৃত্যু হয়েছে

নিহত রমজান ওরফে মকবুল (৫৫) গাজীপুরের টঙ্গীর ঝিনু মার্কেট এলাকার অহেদ আলীর ছেলে। কারা সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ তার বুকে ব্যথা ওঠে, পাশাপাশি বমি শুরু হয়। প্রথমে তাকে কারা হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী থানার এক হত্যা মামলায় ২০১৩ সালে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া রমজান প্রায় এক বছর কাশিমপুর কারাগারে ছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।

আর//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি