কাশ্মিরে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি
প্রকাশিত : ১৬:৪৯, ২৭ এপ্রিল ২০২৫

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুকধারী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। এরই মধ্যে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ফের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
রোববার (২৭ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে এনডিটিভি দাবি করেছে, হামলার পর থেকে জম্মু ও কাশ্মির সীমান্তজুড়ে নিরাপত্তা পরিস্থিতি অতি উত্তেজনাপূর্ণ। সীমান্তে টানা তৃতীয় রাতের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে।
ভারতীয় সেনাবাহিনী বলছে, ২৬ ও ২৭ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানি সেনারা তুতমারিগালি ও রামপুর সেক্টরের বিপরীতে বিনা উসকানিতে ছোট অস্ত্র ব্যবহার করে গুলি চালায়। ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দিয়েছে।
তবে পাকিস্তানের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। দেশটির সংবাদমাধ্যমগুলোতেও গোলাগুলির প্রসঙ্গে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপগুলোর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে আরও ফাটল ধরেছে। একে অপরের কূটনীতিকদের প্রত্যাহার, পারস্পরিক ভিসা বাতিল এবং ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধের মতো পদক্ষেপ ইতোমধ্যে কার্যকর হয়েছে।
এলওসিতে চলমান উত্তেজনা ও কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
এসএস//
আরও পড়ুন