ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের প্রয়াণ দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ১৭ জানুয়ারি ২০২৪

অভিনয়গুণে হয়ে উঠেছিলেন দুই বাংলার চলচ্চিত্রপ্রেমী মানুষের কাছে মহানায়িকা। আজ সেই মহানায়িকার প্রয়াণ দিবস। ২০১৪ সালের এই দিনে কলকাতায় ইহলোক ত্যাগ করেন কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন।

বাংলা সিনেমার কিংবদন্তি সুচিত্রা সেন ওরফে রমা ওরফে কৃষ্ণার জন্ম বাংলাদেশের পাবনা জেলায়। তার অনবদ্য অভিনয় এবং অপরূপ সৌন্দর্য আজও দাগ কেটে আছে কোটি দর্শকের হৃদয়ে।

রূপ, লাবণ্য এবং অতুলনীয় অভিনয় দিয়ে কোটি হৃদয়ে আজও সমুজ্জ্বল সুচিত্রা সেন। বাংলা সিনেমাকে তিনি নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়।

পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি। ১৯৩১ সালের ৬ এপ্রিল সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ি গ্রামে নানাবাড়িতে তার জন্ম। 

তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন সে সময়ের মহাকালী পাঠশালায়, যার বর্তমান নাম পাবনা টাউন গার্লস হাইস্কুল। পাবনা বালিকা উচ্চ বিদ্যালয়ে (বর্তমানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) নবম শ্রেণীতে পড়েন।

তার বাবা পাবনা পৌরসভায় স্যানিটারি ইন্সপেক্টর পদ থেকে অবসর নেন এবং ’৫০-এর দশকে সপরিবারে ভারতে চলে যান।

বড় পর্দায় সুচিত্রার যাত্রা শুরু হয় ১৯৫২ সালে। সব মিলিয়ে ৬০টি সিনেমায় তিনি অভিনয় করেছেন। এর মধ্যে বাংলা ৫৩টি এবং হিন্দি ভাষার ৭টি সিনেমায় তাকে দেখা গেছে। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি