ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

কিশোরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ০৮:৫৪, ৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে খায়রুল ইসলাম (২৭) ও ছমিন মিয়া (৩০) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা পরস্পর মামাতো-ফুফাতো ভাই।

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত খায়রুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার রাজকুন্তি গ্রামের আব্দুল খালেকের ছেলে ও ছমিন মিয়া একই গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত দু’জন করিমগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে করিমগঞ্জের মালিবাড়ি নামক স্থানে একটি ট্রাক্টরের পিছন দিক দিয়ে তাদের দ্রুতগামী মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি