ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কিশোরগঞ্জে লিচুর বাম্পার ফলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ২২ মে ২০১৭ | আপডেট: ১৪:৫৪, ২২ মে ২০১৭

কিশোরগঞ্জে বিভিন্ন এলাকায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। স্বাধ ও সুঘ্রাণের জন্য এখানকার লিচুর ভালো চাহিদা থাকায় চাষীদের মুখে ফুটেছে হাসি। অন্যদিকে, সম্প্রতি অসামঞ্জস্যপূর্ণ আবহাওয়ার প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার লিচুর চাষ কিছুটা ব্যাহত হয়েছে। ফলন কম হওয়ায় উৎপাদনের খরচ তোলা নিয়েই শংকায় এ জেলার লিচু চাষীরা।
মিষ্টি স্বাধ আর সুঘ্রাণের জন্য কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ার লিচুর খ্যাতি রয়েছে। পাকুন্দিয়া পৌর এলাকার এই একটি গ্রামেই লিচু গাছ রয়েছে প্রায় ৮ হাজার।
প্রতি মৌসুমেই ভালো ফলন হওয়ায় লিচু চাষেই আগ্রহ বেশি। বাগান মালিকরা আশা করছেন এবারও বিক্রি শেষে লাভের অংকটা ভালো হবে।
অধিক ফলনের মঙ্গলাবাড়িয়ার এ লিচুর জাত সংগ্রহ করে, আরো গবেষণার মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেয়া যেতে পারে বলে মনে করেছন কৃষি কর্মকর্তারা।
তবে, লিচুর ফলনে ভাটা পড়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। ৪৫০ হেক্টর জমিতে বোম্বাই, পাটনাই ও চায়না থ্রী জাতের লিচু আবাদ হলেও ফলন কম। চাষীরা বলছেন, অসময়ে ভারি বৃষ্টির কারণে লিচু ফুল ঝরে এ অবস্থা হয়েছে।
লিচুর আরো সহনশীল জাত উদ্ভাবন এবং আধুনিক চাষ পদ্ধতি সম্প্রসারণে উদ্যোগ নেয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা।
মৌসুমী ফল লিচুর চাষাবাদে যুগোপোযোগী পদক্ষেপ নেয়ার আহ্বান চাষীদের।

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি