ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’ করার বিষয়টি মেনে নিতে পারছেন না জেলার বাসিন্দারা

প্রকাশিত : ১০:১০, ১৪ মার্চ ২০১৭ | আপডেট: ১০:১৬, ১৪ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’ করার বিষয়টি মেনে নিতে পারছেন না জেলার বাসিন্দারা। সাধারণ মানুষ ও বিশিষ্টজনেরা বলছেন, শত বছরের বেশি সময় ধরে ঐতিহ্যের সাথে মিশে থাকা নামটি পরিবর্তন করা দুঃখজনক। সরকারকে এ’ প্রস্তাব থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন তারা। ১৯৮৪ সাল থেকে দীর্ঘ ৩২ বছর ধরে কুমিল্লাকে বিভাগ করার জন্য আন্দোলন চলছে। এমন দাবির প্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ঘোষণা দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। নবগঠিত এই বিভাগের নাম দেয়া হয় ‘ময়নামতি’। তবে, এই নাম মেনে নিতে পারছে না কুমিল্লাবাসী। প্রতিবাদে এরইমধ্যে রাজধানীসহ কুমিল্লার বিভিন্ন স্থানে মানববন্ধনও করেছে তারা। এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন কুমিল্লার বিশিষ্টজনেরা। সরকারকে এ প্রস্তাব থেকে সরে আসারও দাবি জানান তারা। দাবি বিবেচনা করে সরকার বিষয়টি ভেবে দেখবে বলে মনে করেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি