ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থীরা গণ সংযোগে ব্যস্ত

প্রকাশিত : ২০:১৮, ১৬ মার্চ ২০১৭ | আপডেট: ২০:১৮, ১৬ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

কুমিল্লা সিটি নির্বাচনে গণ সংযোগে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ৩০ মার্চের নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার অভিযান। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। আর ভোটাররা বলছেন, নগরীর উন্নয়নে যোগ্য প্রার্থীদের ভোট দেবেন তারা। কুমিল্লা সিটি নির্বাচন ৩০ মার্চ। মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু, জাসদের শিরীন আক্তার। এছাড়া মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর মামুনুর রশীদ হাহকোর্টে রিট আবেদন করে বৈধতা ফিরে পেয়ে প্রচারে নেমেছেন। সিটি এলাকায় গনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্র“তি। পিছিয়ে নেই ওয়ার্ডগুলোর কাউন্সিলর প্রার্থীরাও। নগরবাসী বলছেন, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনাসহ রাস্তাঘাট মেরামত ও অন্যান্য সমস্যা সমাধানে পদক্ষেপ দরকার। এজন্য যোগ্য ব্যক্তিকেই বাছাই করতে চান তারা। কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার ২ লাখ ৭ হাজার ৫ শ’ ৬৬ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের আশা করছেন ভোটাররা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি