ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

কুমিল্লায় কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২০, ৮ এপ্রিল ২০২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর ভূমিকা পালন করছে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। 

কুমিল্লা জেলা হাইওয়ে পুলিশের এসপি নজরুল ইসলামের নির্দেশে ও চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীনের নেতৃত্বে পুলিশ সদস্যরা জরুরি সেবার আওতায় চলমান মালবাহী গাড়ির চালক-হেলপার ও সড়কের পাশের নিত্য পণ্যের ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

আজ সকালে মহাসড়কের বাবুর্চি বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে জরুরি সেবার আওতার বাহিরে থাকা ঢাকাগামী কোন গাড়ি যেতে দেয়নি পুলিশ। ওই সব গাড়ি পূনরায় যাত্রা শুরুর স্থানে ফেরত পাঠানো হয়। 

এছাড়া মোটরসাইকেলে একজনের বেশি না বসা, বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়। অপরদিকে ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদের উপযুক্ত কারণ ছাড়া ঢাকার দিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, মহাসড়কে করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশ। ইতোমধ্যে সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। প্রয়োজন ছাড়া যারা বাড়ির বাইরে যাচ্ছেন তাদের ঘরে থাকার পরার্মশ দেওয়া হচ্ছে’।

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি