ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসে আগুন, প্রাণ গেল ৩ জনের

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩২, ১০ নভেম্বর ২০১৯

কুমিল্লার চান্দিনায় পরপর দুটি গাড়ি ধাক্কা দিলে মাইক্রোবাসে আগুন লেগে পুড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছে বলে ধারণা পুলিশের। নিহত শিশুর পরিচয় পাওয়া গেলেনও অন্য দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহত শিশু রবজা (৭) কুমিল্লা নগরীর অশোকতলা এলাকার মকবুল হোসেনের মেয়ে।

আহতরা হলো- নিহত শিশু রবজার মা হালিমা বেগম (৪৫), কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকার আবুল কাশেম (৫০), জসিম উদ্দিন (৪৮), সজিব (২০), সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকার দুলাল মিয়া (৪৫) ও বলরামপুর এলাকার মজনু মিয়া (৫০)। আহতেদের শরীরের ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী মাইক্রোবাসটি গোবিন্দপুর স্টেশন এলাকায় যাত্রী উঠানোর সময় পিছন দিক থেকে পরপর দুটি গাড়ি ধাক্কা দিলে মাইক্রোবাসটি উল্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলে শিশুসহ আগুনে পুড়ে ৩ জন নিহত হয় এবং আহত হয় আরও ৫ জন। আহতদের উদ্ধার করে চান্দিনা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি