ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রকাশিত : ০৮:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লার চৌদ্দগ্রামের গাঙ্গরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতরা চৌদ্দগ্রাম স্বাস্থ্য কম্প্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।
নিহতদের ৪ জন পুরুষ ও ২ জন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় কবলিত বাসটি মাইজভান্ডারের দরবার শরিফের উদ্দেশে যাচ্ছিলো বলেও জানা গেছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি