ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

কুমিল্লায় ৪ বগি উদ্ধার, চলাচল স্বাভাবিক হতে লাগবে আরও ৩ দিন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৩, ১৯ মার্চ ২০২৪ | আপডেট: ১৪:২৪, ১৯ মার্চ ২০২৪

কুমিল্লার নাঙ্গলকোটের তেজের বাজারে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত ৯টি বগির মধ্যে ৪টি বগি উদ্ধার করা হয়েছে। এখনও ডাউন লাইনে চলাচল করতে হচ্ছে ট্রেনগুলোকে।  

চট্টগ্রামস্থ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত  লাইনচ্যুত ট্রেনটির ৪টি বগি উদ্ধার করা হয়েছে। এখনও ৫টি বগি উদ্ধার বাকী রয়েছে। উদ্ধার ও মেরামত কাজ করতে আরও ২ দিন লাগবে।

তিনি আরও জানান, উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে আরও ৩ দিন।

এদিকে, উদ্ধার ও মেরামত কাজের সময় ডাউন লাইনে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। এতে করে ট্রেন চলাচলের নিয়মিত সিডিউল কিছুটা বিঘ্নিত হচ্ছে।

উল্লেখ্য, ১৭ মার্চ রোববার কুমিল্লার নাঙ্গলকোটের তেজের বাজার এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

সেই থেকে এখনও উদ্ধার ও মেরামতের কাজ চলছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি