ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কুমেকে আরও ৪ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৯, ১৫ জুলাই ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড ইউনিটে করোনার উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ২০৭ জনের মৃত্যু হলো।

এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৬৮ জন। বাকিরা সবাই উপসর্গ নিয়ে। আজ বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘গত ২৪ ঘণ্টায় কুমেক হাসপাতালাতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।’

মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার দেবিদ্বারের মো আবদুল গফুর (৯৬), লালমাইয়ের মফিজুল ইসলাম (৭০), লাকসামের আবদুল গফুর (৬২) ও নাঙ্গলকোটের জাহেরা খাতুন (৭০)।  

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ১৬ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ১১৩ জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৩ জন সুস্থ হয়েছেন। 

এআই//এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি