ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিত : ১২:৩৮, ১৭ মার্চ ২০১৭ | আপডেট: ১২:৩৮, ১৭ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম মোল্লা নামে এক ডাকাত নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ৩ পুলিশ। শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শেহালা আদাবাড়িয়া মাঠে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া ডিবি পুলিশ জানায়, শেহালা আদাবাড়িয়া মাঠের একদল ডাকাত গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। পরে গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে ২টি এলজি সার্টারগান, ২টি ছোরা, গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি