ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ০৯:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কুষ্টিয়া সদর উপজেলায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম নাজমুল মালিথা (৪০)। তিনি দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তিও মাদক ব্যবসায়ী ছিলেন। 
শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার গড়াই নদীর বালুচরে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ৬০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে। এ ঘটনার সময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি