ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ায় বাস-নছিমন সংঘর্ষে দুজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ১ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি নছিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন ঘটনায় ১১ জন আহত হয়েছেন

সোমবার রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে খুলনা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল গড়াই পরিবহনের একটি বাস। পথে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার লক্ষ্মীপুরে বিপরীতমুখী যাত্রীবোঝাই নছিমনকে ধাক্কা দেয় বাসটি। এতে নছিমনে থাকা ১৩ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানেই মৃত্যু হয় হালিমা খাতুন (৪০) ও আবদুল্লাহ (৪৫) নামের দুজনের।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি