ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কুয়াকাটার উন্নয়নে বরাদ্দ পাচ্ছে ৫০ কোটি টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ৩০ জুলাই ২০১৭ | আপডেট: ১০:৪২, ৩১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভার উন্নয়নে ৫০ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এ ‘গুরুত্বপূর্ণ ১৯ প্রকল্প’ থেকে কুয়াকাটায় বাসস্ট্যান্ড, রাস্তা, কালভার্ট, পয়:নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্প পরিচালক মো. আবুল হাসানের বরাত দিয়ে কুয়াকাটার পৌর মেয়র আ. বারেক মোল্লা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরিকল্পিত উন্নয়ন, খাসজমি উদ্ধার, সরকারি খাল দখল মুক্ত করা এবং পয়:নিস্কাশন ও জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। এতে পৌর নাগরিক সুবিধা নিশ্চিত হবে।

এলজিইডি’র কলাপাড়া উপজেলা প্রকৌশলী মো. আ. মান্নান জানিয়েছেন, নবগঠিত এই পৌরসভার উন্নয়নে আরও প্যাকেজ বরাদ্দ আসছে। কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে সম্প্রসারণের লক্ষ্যে সরকার মহা উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে।খবর বাসস

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি