কুয়াশা উপেক্ষা করে বিমান ওঠানামা শুরু
প্রকাশিত : ১৪:০৮, ২১ ডিসেম্বর ২০১৯

দেশে শৈত্যপ্রবাহ চলছে। একই সঙ্গে বেশ কয়েকদিন ধরে কুয়াশায় ঢাকা পড়েছে গোটা দেশ। আজ ঘন কুয়াশার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর হজরত শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।
শাহজালাল বিমানবন্দরের উপ পরিচালক ও এয়ার স্টেশন ট্রাফিক অফিসার ওয়াহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভিজিবিলিটি ৫০ থেকে ১০০ মিটারে নেমে আসায় শনিবার ভোর সাড়ে ৫টার পর থেকে শাহজালাল বিমানবন্দরে কোনো বিমান অবতরণ করতে পারেনি।’
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর থেকে ঢাকামুখী ফ্লাইট, দোহা ও ব্যাংকক থেকে আসা দুটি কার্গো ফ্লাইট কলকাতা বিমানবন্দর এবং চীনের গুয়াংজু থেকে আসা ইউএস বাংলার অপর একটি ফ্লাইট মিয়ানমারের মান্দালয়ে অবতরণ করে। ঘন কুয়াশা কেটে গেল সকাল ৯টা থেকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।
এমএস/
আরও পড়ুন