ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

কেনাকাটার প্রলোভন দেখিয়ে দলবেধে ধর্ষণ

প্রকাশিত : ১৫:৫৪, ২৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৫৬, ২৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

খুলনায় দশম শ্রেণীর এক ছাত্রীকে কেনাকাটার প্রলোভন দেখিয়ে দলবেধে ধর্ষণ করেছে। বর্তমানে ওই ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার রাতে খুলনার মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিল জুটমিল এলাকায় এ ঘটনা ঘটে। 

খানহাজান আলী থানার ওসি সফিকুল ইসলাম বলেন, ওই ছাত্রী আফিল জুট মিলের এক সাবেক শ্রমিকের মেয়ে। সে সোমবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

পথে সাগর নামের স্থানীয় এক যুবক কেনাকাটা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সারাদিন তাকে নিয়ে মোটরসাইকেলে ঘুরে বেড়ায়। সন্ধ্যার পর আফিল জুট মিল এলাকায় সাগর এবং তার বন্ধু বিল্লাল ও সফিক মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে। খবর পেয়ে এলাকাবাসী গিয়ে মেয়েটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওসি আরও বলেন, রাতেই মেয়েটির বক্তব্য রেকর্ড করা হয়েছে। ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি