ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১৩ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১২:৫৭, ১৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া রোডে বাসের ধাক্কায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও কয়েকজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আজ রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোরসেদ তালুকদার সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে আব্দুল্লাহপুর স্ট্যান্ড এলাকায় একটি বাস সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই অটোরিকশার চালক ও এক যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।

 

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি