ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

কোয়ার্টার ফাইনালে উঠেছে মোনাকো ও অ্যাটলেটিকো মাদ্রিদ

প্রকাশিত : ১০:৪৩, ১৬ মার্চ ২০১৭ | আপডেট: ১০:৪৩, ১৬ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মোনাকো ও অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ ষোলর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে মোনাকো এবং বায়ার্ন লেভারকুসেনের সাথে গোল শূন্য ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ঘরের মাঠে ম্যানসিটির কাছে ৫-৩ গোলে হেরে ব্যাটফুটে ছিলো মোনাকো। তবে, ফিরতি পর্বের ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। দ্বিতীয় পর্বের ম্যাচে ম্যানসিটির মাঠে ৩-১ গোলে জয় পেয়েছে মোনাকো। দুই লেগ মিলিয়ে স্কোর লাইন ৬-৬ হলেও অ্যাওয়ে গোলে এগিয়ে থাকার সুবাদে কোয়ার্টার ফাইনালে উঠেছে মোনাকো। রাতের অন্যম্যাচে, লেভারকুসেরে বিপক্ষে গোল শূন্য ড্র করেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের। প্রথম গেলে ৪-২ গোলে জয় নিয়ে এগিয়ে ছিলো গতবারের রানার্সআপ অ্যাটলেটিকো। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানের জয়ে শেষ আটে উঠেছে অ্যাটলেটিকো।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি