ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ক্যামেরার ফ্রেমে শ্রীদেবীর শেষ ছবিগুলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সত্যিই জীবন বড়ই বিচিত্রময়। অনিশ্চিত এই জীবনে মানুষের শেষ আশ্রয় মৃত্যু। তা আরও একবার মনে করিয়ে দিল কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। সম্প্রতি তিনি গিয়েছিলেন দুবাইতে অভিনেতা মোহিত মরওয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। জীবনের শেষ দিনগুলোতে দুবাইতে ওই বিয়ের অনুষ্ঠানে স্বামী বনি কাপুর ও মেয়ে খুশির সঙ্গে ছিলেন অভিনেত্রী। শ্রীদেবীর এই চলে যাওয়া কেউ কল্পনাও করতে পারেননি।

সব থেকে দুঃখজনক, শেষবেলায় মার সঙ্গে থাকতে পারেননি শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী। ‘ধড়ক’র শ্যুটিং থাকায় মোহিত মরওয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি জাহ্নবী। অথচ এই বড় মেয়েই ছিলো শ্রীদেবী সব থেকে বেশি কাছের। কিছুদিন আগেও ‘ল্যকমে ফ্যাশন উইক- ২০১৮’তে মেয়ে জাহ্নবীর সঙ্গে দেখা গিয়েছিল শ্রীদেবীকে।

 

শ্রীদেবীর সোশ্যাল সাইটে দেখা গেছে মাত্র ২-৩ দিন আগেই মোহিত মরওয়ার বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি। যা তিনি শেয়ার করেছিলেন নিজের টুইটার অ্যাকাউন্টে। দেখুন শ্রীদেবীর শেষবেলার সেই ছবিগুলো-

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি