ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ক্যামেরার সামনেই সাংবাদিককে সজোরে ঘুষি! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:২২, ৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাশিয়ার একটি জনপ্রিয় টিভি চ্যানেলে লাইভ সংবাদ ব্রডকাস্ট হচ্ছে। মস্কো পার্ক থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন সাংবাদিক নিকিতা রাজভোগায়েভ।

অকস্মাৎ ক্যামেরার সামনে হাজির হন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। কিছুক্ষণ সাংবাদিককে নকল করেন ওই ব্যক্তি। নিকিতা তাকে ক্যামেরার সামনে থেকে সরে যেতে অনুরোধও করেন। কিন্তু ওই ব্যক্তি সেই অনুরোধ মানতে নারাজ।

খানিকক্ষণপর সাংবাদিককে সাংবাদিকের মুখে সজোরে ঘুষি মারেন ওই ব্যক্তি। নিকিতা যতক্ষণে নিজেকে সামলে উঠেছেন ততক্ষনে ওই ব্যক্তি পালিয়ে গেছে। এই পুরো ঘটনাটাই লাইভ হয়ে গেছে ক্যামেরায় আর ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ার সামনে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই অবশ্য তাকে গ্রেফতার করা হয়েছে। 

ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি