ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার তদন্ত শুরু

প্রকাশিত : ১৩:৪৬, ১৩ মে ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নৃশংস হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে সে দেশের সরকার। সোমবার থেকে এ তদন্ত প্রক্রিয়া শুরু হয়।

একইসঙ্গে অনলাইনে সন্ত্রাসী ঘটনার প্রচার বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের  সমর্থনের জন্য ফ্রান্সের সঙ্গে যৌথভাবে  আলোচনাসভার আয়োজনের কথাও বলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আরডান। খবর রয়টার্সের।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে সন্ত্রাসী হামলা চালায় ব্রেনটন টেরেন্ট নামে এক অস্ট্রেলিয়ার বর্ণবাদী শ্বেতাঙ্গ। এতে ৫১ জন নিহত হন। আহত হন আরও কয়েকজন।

এমনকি ঐ হামলাকারী এ সময় তার চালানো হত্যাযজ্ঞ ফেসবুক লাইভে সরাসরি স্ট্রিমিং করেন।

মসজিদে নামাজরত অনেক ধর্মপ্রাণ মুসলিম মারা যায়। অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে যাওয়ার পথে পথচারীর খবরে হোটেল কক্ষে ফিরে আসায় প্রাণে বেঁচে যান তারা।

ওই শ্বেতাঙ্গ সন্ত্রাসীর আন্তর্জাতিক যোগাযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিচরণসহ তার সব কর্মকাণ্ড তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে নিউজিল্যান্ডের রয়্যাল কমিশন।

আগামী ১০ ডিসেম্বর কমিশন তার তদন্ত প্রতিবেদন সরকরের কাছে জমা দেবে।

 আই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি