ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ক্সবাজারে বঙ্গবন্ধুর দুর্লভ ছবির প্রদর্শনী(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ১৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবির প্রদর্শনী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী পাভেল রহমানের তোলা বঙ্গবন্ধুর অর্ধশতাধিক ছবি নিয়ে প্রথমবারের মত ভিন্নধর্মী আয়োজন করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বুকে বঙ্গবন্ধুর প্রতিটি ছবি যেনো অটল হিমাদ্রি। সাগর তীরের বালুকাবেলায় প্রজন্ম যেন নতুনভাবে পরিচিত হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর সাথে।

লাবণী পয়েন্টে প্রদশর্নী দেখতে ভিড় জমিয়েছে শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ। দুর্লভ ছবিগুলো দেখে জাতির পিতার অনেক অজানা কথা জানতে পারছেন তারা।

প্রদর্শনীতে অনন্য এসব ছবির পেছনের গল্প তুলে ধরেন ছবি স্রষ্টা পাভেল রহমান।

জেলা প্রশাসক জানান, বঙ্গবন্ধুকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সবার কাছে পৌঁছে দিতেই এ আয়োজন।

মঙ্গলবার শুরু হওয়া প্রদর্শনী শেষ হবে বৃহস্পতিবার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি