ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্বকে হত্যার পরিকল্পনা করেছে নব্য জেএমবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ১২ জুন ২০১৭ | আপডেট: ১৭:০৬, ১২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

দেশের শীর্ষ পর্যায়ের এক আলেমসহ বেশ কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্বকে হত্যার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে নব্য জেএমবি। আর এই পরিকল্পনা বাস্তবায়নে মূল ভূমিকা পালন করছে সংগঠনের বর্তমান আমির আইয়ুব বাচ্চু। রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে নব্য জেএমবি’র ৬ সদস্যকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
রোববার রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে গ্রেপ্তার হয় নব্য জেএমবি’র এই ৬ সদস্য।
গ্রেপ্তার জঙ্গিরা নব্য জেএমবি’র সামরিক শাখার সদস্য। আর সুনির্দিষ্ট হত্যার টার্গেট নিয়েই তৎপর ছিল তারা।
সোমবার সকালে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান।
তিনি জানান, একের পর এক অভিযানে শীর্ষ নেতারা নিহত হওয়ার পর নব্য জেএমবি’র হাল ধরেছে আইয়ূব বাচ্চু।
জঙ্গিদের নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে বলেও দাবি করেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি