ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

খাগড়াছড়িতে শতাধিক মানুষ গণমনস্তাত্বিক রোগে আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ১৮ এপ্রিল ২০১৭

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দূর্গম তৈ মাতাই গ্রামের শতাধিক মানুষ গণমনস্তাত্বিক রোগে আক্রান্ত হয়েছে। এরিমধ্যে আক্রান্ত প্রায় ২০জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, হঠাৎ করে সোমবার থেকে অস্বাভাবিক আচরণ শুরু করে আক্রান্তরা। লাঠিসোটা নিয়ে ধাওয়া, কান্নাকাটি এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়। এমন আচরনে এক পর্যায়ে আক্রান্ত হয় গ্রামের সবাই। এরিমধ্যে খাগড়াছড়ি থেকে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌছেছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার নয়ন ময় ত্রিপুরা জানান, এটি ম্যাস হিস্টেরিয়া বা গণমনস্তাত্বিক রোগ। এই রোগ হলে আক্রান্তদের শরীর জ্বালা পোড়া, মাথা ঘুরানোর পাশাপাশি অজ্ঞান হয়ে পড়ে যায়। এতে আতংকিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি