ঢাকা, মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরে শোকের ছায়া, চলছে কোরআন খতম

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৪, ৩০ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। 

মঙ্গলবার সকাল থেকে বেগম খালেদা জিয়ার জন্য রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড় এলাকা অবস্থিত জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছুটে আসেন। এসময় অনেককেই  কাঁদতে দেখা যায়। 

সকাল থেকে দলীয় কার্যালয়ে চলছে পবিত্র কোরআন খতম ও দোয়া। 

এদিকে, রংপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর সমস্ত মসজিদে দোয়া ও কোরআন খতমের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি