ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার বিরুদ্ধে ট্রাস্ট মামলা স্থানান্তরের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ১৭ মে ২০১৭

Ekushey Television Ltd.


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থানান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলাটি বকশীবাজারের আবু আহমেদ জমাদারের বিশেষ আদালত-৩ থেকে ড. আখতারুজ্জামানের ঢাকার বিশেষ জজ আদালত ৫-এ স্থানান্তর করতে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ৬০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত ১৩ এপ্রিল আদালত পরিবর্তন চেয়ে আবু আহমেদ জমাদারের আদালতে আবেদন করেন খালেদা জিয়া। পরে তা খারিজ হয়ে যায়। গত ১৫ মে  ন্যায় বিচার পাওয়ার সংশয় থেকে আবারো আদালত পরিবর্তনের জন্য খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টের সংশিষ্ট শাখায় আবেদনটি করা হয়। বুধবার আদালত পরিবর্তনের আদেশ দেন হাইকোর্ট।

আইন অনুসারে মামলাটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তিরও দেয়া হয়েছে বলে জানান দুদকের আইনজীবী।

এর আগেও ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে বেগম খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলাটি এই আদালত থেকে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ফলে খালেদা জিয়ার বিপক্ষে বিচারের চূড়ান্ত পর্যায়ে থাকা দুটি মামলাই এখন একই আদালতে চলবে। বর্তমানে মামলাটি খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন পর্যায়ে রয়েছে। আগামী ২৫ মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি