ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

খালেদাকে শিগগিরই বিএসএমএমইউতে নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭:৫৬, ৫ মার্চ ২০১৯ | আপডেট: ২০:৩৮, ৫ মার্চ ২০১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী চিকিৎসার জন্য শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিএনপি মহাসচিবের নেতৃত্বে বেলা ২টা ২৫ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে প্রবেশ করেন এ ৬ সদস্যের প্রতিনিধি দল। ৩টা ৫ মিনিটে শেষ হয় বৈঠক।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির একটি চিঠি পেয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা চিঠির মাধ্যমে জানিয়েছে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন যখন অন্তরীণ হলেন তখন আমরা তাকে জেল কোড অনুযায়ী যা যা করার সর্বোচ্চ ব্যবস্থা করেছি। তাকে একজন মহিলা অ্যাটেনডেন্সও দিয়েছি। আমরা তাকে বিএসএমএমইউতে পাঠিয়েছিলাম, চিকিৎসা শেষে হাসপাতাল রিলিজ করলে আমরা তাকে নিয়ে আসি। আপনারা এও জানেন, হাইকোর্টের মাধ্যমে একটি বোর্ড করে দেয়া হয়েছিল, এই বোর্ড তার চিকিৎসায় সব ধরনের খোঁজ-খবর রাখবে এবং ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘এই বোর্ড গত ২৪ ফেব্রুয়ারি কারাগারে তাকে (খালেদা জিয়া) ভিজিট করেছে এবং তারা কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা বলেছেন। পরীক্ষা-নীরিক্ষার জন্য তাকে আবারও বিএসএমএমইউতে পাঠানোর কথা বলেছেন। ওখানে এই পরীক্ষাগুলো করার জন্য বলেছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বোর্ড যেভাবে সিদ্ধান্ত দিয়েছে সে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনে তাকে আবারও বিএসএমএমইউতে পাঠাব চিকিৎসার জন্য’

বিএনপি প্রতিনিধি দল আবারও চিকিৎসার জন্য বেগম জিয়াকে ইউনাইটেড হাসপাতালে পাঠানোর কথা বলেছেন জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা আগের মতো সেটিই বলেছি- কোর্ট থেকে যে ডিরেকশন আমাদের কাছে আসছে, বোর্ড যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। কাজেই বিএসএমএমইউতে পাঠাচ্ছি সেখানে বোর্ড দেখবে, বোর্ড যা প্রয়োজন মনে করবে সেই ধরনের চিকিৎসাই আমরা তাকে দেব।’

বেগম জিয়াকে কবে নাগাদ হাসপাতালে পাঠানো হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘শিগগিরই পাঠাব। আমরা আইজি প্রিজনকে বলে দেব বোর্ড যেভাবে বলে ঠিক সেভাবেই তাকে যেন বিএসএমএমইউতে পাঠানো হয়।’

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি