ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

খিলক্ষেতে আগুনে পুড়ল বিআরটিসির ১০ বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ৯ জুন ২০১৮ | আপডেট: ০৯:৪২, ৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচটি দোতলা বাস ও একটি পরিত্যক্ত বাসসহ বিআরটিসির মোট ১০টি গাড়ি পুড়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় ভোর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করছেন বিআরটিসির চেয়ারম্যান। তিনি বলেন, ঈদযাত্রায় ঘরমুখী মানুষের সেবায় বিআরটিসির এ অগ্নিকাণ্ডে কোনও অসুবিধা হবে না।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি