ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

খুলনায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত : ২৩:৫৯, ১০ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১১:০৮, ১১ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

খুলনার রূপসা সেতু বাইপাস সড়কে একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন প্রাইভেটকারের যাত্রী।

রোববার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সড়কের লবণচরা থানার সামনে খাজুর বাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই প্রাইভেটকার মহানগরের জিরো পয়েন্ট এলাকা থেকে যাচ্ছিল, রূপসা সেতু থেকে আসছিল সিমেন্টবোঝাই ট্রাকটি। দু’টি গাড়ি যখন খাজুর বাগান অতিক্রম করছিল, তখন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ট্রাকের সামনে এসে পড়লে তাকে বাঁচাতে গিয়ে সেটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ট্রাকের চাপায় দুমড়ে-মুচড়ে গেছে ট্রাইভেটকার।

ওসি শফিকুল জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ (খুমেক) হাসপাতা‌লের ম‌র্গে পাঠানো হয়েছে। ট্রাক‌টি জব্দ করা হ‌লেও চালকসহ অন্যরা পা‌লি‌য়ে গে‌ছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি