ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

খুলনায় মন্ত্রীর জামাতাকে গুলি করে হত্যাচেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২১, ১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৩৫, ১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার ডিজিএম ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা প্রভাস চন্দ্র দত্ত (৫০) অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা তার নগরীর বক্সীপাড়াস্থ বাসভবনে প্রবেশ করে তাকে গুলি করে চলে যায়। সংকটাপন্ন অবস্থায় দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে কয়েক জন কালো মুখোশধারী দুর্বৃত্ত প্রভাষ দত্তের বাড়িতে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
খবর পেয়ে খুলনা জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি