ঢাকা, বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫

খুলনায় মাকে হত্যার পর ছেলে লাপাত্তা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৬, ১১ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

খুলনা মহানগরীর ট্যাংক রোডের ভাড়া বাসা থেকে শিউলি বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার রাত ১১টার দিকে জনৈক রবিউল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। 

নিহত শিউলি বেগম (৫০) ডুমুরিয়ার সেনপাড়ার হারুন গাজী মেয়ে। ওই বাড়ীতে প্রথমপক্ষের ছেলে রিয়াদ হোসেন (১৬)কে নিয়ে দ্বিতীয় স্বামীর সাথে বসবাস করতেন তিনি। 

মাকে হত্যার পর ছেলে পালিয়েছে বলে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

খুলনা সদর থানার ওসি তদন্ত শাহজাহান আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিউলি বেগম (৫০) এর ছেলে রিয়াদ হোসেন (১৬) তার মাকে মাথায় আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। 

বাড়িওয়ালার সিসি ক্যামেরায় দেখা যায়, সকাল ৭টা ৫৫ মিনিটে নিহতের ছেলে রিয়াদ হোসেন (১৬) ব্যাগ নিয়ে চলে যাচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি