ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

খেলা কেন্দ্র করে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে হত্যা, ৩ সহোদর আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৫, ১১ অক্টোবর ২০২২ | আপডেট: ১২:১৮, ১১ অক্টোবর ২০২২

নোয়াখালী পৌর শহরের মাইজদী বাজার আনসার ক্যাম্প সংলগ্ন সড়কে কামরুল হাসান জোবায়ের (১৮) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত তিন সহোদরসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জোবায়েরের মৃত্যু হয়। এরআগে ওইদিন সন্ধ্যায় পৌরসভার ২নং ওয়ার্ডের চন্দ্রপুর এতিমখানা সড়কে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন তিন সহোদর বোরহান উদ্দিন রাকিব (২২), আশরাফুল ইসলাম পিয়াস (১৯), আরিফুল ইসলাম (১৬)। অন্যজন শাহিদ আলম রিমন (১৬)।

নিহত জোবায়ের বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদি নগর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। সে নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সিভিল টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। দুই ভাই এক বোনের মধ্যে জোবায়ের দ্বিতীয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে বাসার পাশ্ববর্তী একটি মাঠে খেলাকে কেন্দ্র করে স্থানীয় রাকিব নামের এক যুবকের সাথে বাকবির্তক হয় জোবায়েরের। পরে এ ঘটনার জেরে রাকিব তার লোকজন নিয়ে জোবায়েরকে মারধর করলে বিষয়টি স্থানীয় লোকজন সমাধান করে দেন। 

বিষয়টি সমাধানের পর বাসায় যাওয়ার সময় রাকিবের ভাই জোবায়েরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করলে তার প্রতিবাদ করে বাসায় চলে যান জোবায়ের। মাগরিবের নামাজের আজানের পর লাদেন নামের একজনের কল পেয়ে বাসা থেকে বের হয় জোবায়ের। 

বাসার সামনের মোড়ে গেলে রাকিবসহ তার তিন ভাই লোকজন নিয়ে জোবায়েরের ওপর হামলা চালিয়ে তাকে প্রথমে পিটিয়ে ও পরে রাকিব তার তলপেটে ছুরি দিয়ে এলোপাতাড়ি জখম করে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জোবায়েরকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনায় প্রধান অভিযুক্ত তিন সহোদরসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে ৭-৮ জনকে আসামি করে একটি হত্যা মামলার দায়ের করেছেন। 

নিহতের মৃতদেহ ময়নাতদন্ত শেষে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে নোয়াখালীতে আনা হবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি