ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

গতি কমেছে রেলের (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ১৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

গতি নেই রেলে। বেশিরভাগ স্থানেই রেল ট্র্যাক ও রেল সেতুর বেহাল দশা। ব্রিটিশ আমলের পুরোনো মেয়াদউত্তীর্ণ ১২শ’ ৭০টি সেতু আর নড়বড়ে রেল লাইন সংস্কারের অভাবে গতি কমেছে রেলের। সেই সাথে ঝুঁকিপূর্ণও হয়ে উঠেছে রেলপথ। রেল ট্রাকে পাথর নেই, কাঠও নষ্ট হচ্ছে। রেলমন্ত্রী বলছেন, রেলে গতি বাড়াতে নেয়া হয়েছে বেশ কিছু প্রকল্প। 

দুই হাজার ৮শ’ ৭৭ কিলোমিটারের রেলপথ স্থাপন করে গিয়েছিলো ব্রিটিশরা। প্রতিবছর সংস্কার হলেও অনেক স্থানেই রেল ট্র্যাকে পাথর নেই, চুরি ও নষ্ট হচ্ছে রেল লাইনের কাঠ। 
কমলাপুর ষ্টেশনের ভিতরের চিত্রই এরকম। ঢাকা-নারায়ণগঞ্জ রুটের অবস্থা আরও বেহাল। ভরা বর্ষায় রেললাইন চলে যায় পানির নিচে। কোথাও কোথাও স্ক্রুও খোলা।

ট্র্যাক সংস্কারে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রায় ৫০ কোটি টাকা। আগের বছর ছিলো ৩০ কোটি টাকা। 

সব মিলিয়ে তিন হাজার ৬শ’ ৫০টির বেশি রেল সেতু রয়েছে। এর মধ্যে ১ হাজার ২শ’ ৭০টি সেতুর আয়ুষ্কাল পেরিয়েছে। মেয়াদোত্তীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। ঘটছে দুর্ঘটনা।

রেলমন্ত্রী জানালেন, ঝুঁকিপূর্ণ সেতু পুনঃনির্মাণ ও সংস্কারে ৭ হাজার কোটি টাকার দুটি প্রকল্প নেয়া হয়েছে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, যে ব্রিজগুলো মেরামতের প্রয়োজন সেগুলোর ব্যাপারে ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি। গত একবছরে সিলেট-আখাউড়া রুটে যে অভিযোগ ছিল, এবার কিন্তু ট্রেনের ডিলিটেমেন্ট তেমন একটা নাই।

জনবলের অভাবে একশ’রও বেশি স্টেশন বন্ধ। আর রেলের গতি বাড়াতে সরকারের চেষ্টার কমতি নেই বলেও জানান মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ইতিমধ্যে একটা প্রকল্প তৈরির শেষ পথে আছে। এই প্রকল্পটি তৈরি এবং অনুমোদন হলে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারবো।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি