ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

‘গরু লুট করতেই খামারি মজিদকে হত্যা করে ৩ খুনি’

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ৯ ডিসেম্বর ২০১৯

চারদিন আগে তিনজনের পরিকল্পনায় চার গরুর জন্যই হত্যা করা হয় রাজশাহীর খামারি আব্দুল মজিদকে। হত্যার আগে প্রথমে তাকে নেশা জাতীয় দ্রব্য সেবন করানো হয়েছিল। এরপর গলায় মাফলার পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে খুনিরা চারটি গরু নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের রাজপাড়া থানায় খামারি মজিদ হত্যাকাণ্ড ও তার চার গরু লুট করে নিয়ে যাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ। সেখানে এ সব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান।

সাজিদ হোসেন বলেন, ‘গত ৪ ডিসেম্বর রাতে দাশপুকুর এলাকা থেকে মজিদকে খুন করে তার চারটি গরু লুট করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনা অনুসন্ধানকালে মূল পরিকল্পনাকারীসহ মোট  ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।’

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে হামিদুর রহমান বাবু (৩৫), হড়গ্রাম নতুনপাড়ার হারুনের ছেলে রবিউল ইসলাম (৩৮), চন্দ্রিমা থানার উজিরপুর এলাকার মৃত আছের উদ্দীনের ছেলে আব্দুস সামাদ (৫০), মৃত জাবেদ আলীর ছেলে আবুল কাশেম (৪১) ও মকবুল আলীর স্ত্রী মোসা. আশুরা (৪৮)। গত শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার করে পুলিশ। 

সাজিদ হোসেন বলেন, ‘সন্দেহভাজন হিসেবে গ্রেফতারকৃদের জিজ্ঞাসাবাদের পর এ ঘটনার মূল পরিকল্পনাকারী ও হত্যা মিশনে সরাসরি অংশগ্রহনকারীদের গ্রেফতার করা হয়।’ 

এরা হলেন, দাশপুকুর এলাকার আয়নাল মীরের ছেলে আরিফুল ইসলাম (২৮), বহরমপুর আলীগঞ্জ এলাকার তাহাসেন আলীর ছেলে মিলন (৩০) ও বহরমপুর এলাকার আবদুর রহমানের ছেলে জিন্দার (৪৮)। এদের গতকাল রোববার (৮ ডিসেম্বর) রাতে গ্রেফতার করা হয়।

উপ-পুলিশ কমিশনার বলেন, ‘আব্দুল মজিদকে প্রথমে নেশা জাতীয় দ্রব্য সেবন করানো হয়। এরপর আসামী মিলন ও জিন্দার মিলে হাত দিয়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এতে তারা ব্যর্থ হয়। পরে আসামী আরিফুল ইসলাম মাফলার দিয়ে গলা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। পরে তারা দুটি গাভী ও দুটি বাছুর একটি ভটভটিতে তুলে পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘নগরের উজিরপুর এলাকা থেকে লুট হওয়া চারটি গরু উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই এলাকা থেকে ভটভটিটিও জব্দ করা হয়। আজ দুপুরে আসমিদের আদালতে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, গত চার ডিসেম্বর রাতে দাশপুকুর বাইপাস সড়কের পাশে খামারি আব্দুল মজিদ হত্যাকাণ্ডের শিকার হন। তার খামার থেকে লুট করে নিয়ে যাওয়া হয় চারটি গরু। এ ঘটনায় নিহতের বড় ছেলে আব্দুস সালাম বাদি হয়ে রাজপাড়ায় থানায় হত্যা মামলা দায়ের করেন।

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি