ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

গাংনীতে জঙ্গি সন্দেহে ২ নারী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ২২ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:৪৩, ২২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনীর বামন্দী বাজার এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বামন্দীর আখ সেন্টারপাড়ার সৌদি প্রবাসী মিশকাত আলীর দোতলা বাড়িটি ঘিরে রাখে মেহেরপুর জেলা পুলিশের একাধিক দল। এসময় আশেপাশের লোকজনকেও সরিয়ে নেয়া হয়। 

পুলিশের আহ্বানে বাড়ির ভেতরের বাসিন্দারা বেরিয়ে আসার পুলিশ দোতলায় অভিযান শুরু করে। এসময় রজনী খাতুন (২০) ও মাবিয়া খাতুনকে (৩৫) দুই শিশু সন্তানসহ আটক করলেও কোনো বিস্ফোরক দ্রব্য কিংবা অস্ত্র পাওয়া যায়নি। 

মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান এক প্রেস বিফ্রিংয়ে বলেন, জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

//আর//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি