ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

গাইবান্ধা-৩ আসনের এমপি ডা. ইউনুস আলী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ২৭ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৪:৫৯, ২৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডাক্তার মো. ইউনুস আলী সরকার।

শুক্রবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাদুল্লাপুর উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান জানান, তিনি দীর্ঘ দিন থেকে ফুসফুসের ক্যান্সার রোগে ভুগছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে গাইবান্ধা-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন ডা. ইউনুস। ডাক্তার মো. ইউনুস আলী সরকার সংসদীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সর্ম্পকতি স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি একই আসন থেকে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ডা. মো. ইউনুস আলী সরকার ১৯৫৩ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম এলাকায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি