ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৫

প্রকাশিত : ০৯:২৮, ১৯ মার্চ ২০১৭ | আপডেট: ০৯:২৮, ১৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস খাদে পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৬ জন। ভোরে উপজেলার জুমারঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ডিমলাগামী যাত্রীবাহী শাকিল পরিবহনের একটি বাস পাথরভর্তি ট্রাককে সাইড দিতে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে নেয়ার পর আরো এক যাত্রীর মৃত্যু হয়। অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আহত যাত্রীরা। ঘটনার পর চালক ও হেলপাররা পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি