ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ১২ মে ২০১৭ | আপডেট: ১৪:১০, ১২ মে ২০১৭

Ekushey Television Ltd.

কালবৈশাখী ঝড়ে গাইবান্ধার বিভিন্ন স্থানে গাছপালা ও ঘরবাড়ি ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছে সাতজন।
গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত জেলার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিলো। গাইবান্ধার ফায়ার সার্ভিস এর সহকারি পরিচালক জানান, গাইবান্ধার পলাশবাড়ি সড়কে পল্লী বিদ্যুত এলাকায় বৈদ্যুতিক তারের উপর টিনের চালা উড়ে গিয়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অপরদিকে, খোলাহাটি ইউনিয়নের মাঝিপাড়া, কুমারপাড়া, মাঠবাজারসহ বেশ কিছু এলাকার শতাধিক ঘরের চাল উড়ে যায়। এছাড়া, গাইবান্ধা- সুন্দরগঞ্জ সড়কের কুমারপাড়ায় গাছ ভেঙ্গে কয়েকটি ঘর বিধ্বস্ত হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি